ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রান্সফর্মারে ফেনসিডিল পাঁচার কালে, আটক ২

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে মিজানুর (৩৮) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শফিক (৪০)। ১৫ সেপ্টেম্বর দুপুরে পৌর শহরের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ট্রান্সফর্মারের ভেতর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এছাড়াও জব্দ করা হয়েছে পিক-আপ ট্রাক। টাঙ্গাইল র‌্যাব-১২ জানায়, দিনাজপুরের হিলি থেকে পিক আপ ট্রাকে ট্রান্সফর্মারের ভেতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‌্যাবের একটি দল আজ দুপুর ১২ টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিক আপটি জব্দ করে ওই দুুই ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব-১২ আরও জানায়, সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ট্রান্সফর্মারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় পিক আপ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |