ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রান্সফর্মারে ফেনসিডিল পাঁচার কালে, আটক ২

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে মিজানুর (৩৮) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শফিক (৪০)। ১৫ সেপ্টেম্বর দুপুরে পৌর শহরের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ট্রান্সফর্মারের ভেতর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এছাড়াও জব্দ করা হয়েছে পিক-আপ ট্রাক। টাঙ্গাইল র‌্যাব-১২ জানায়, দিনাজপুরের হিলি থেকে পিক আপ ট্রাকে ট্রান্সফর্মারের ভেতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‌্যাবের একটি দল আজ দুপুর ১২ টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিক আপটি জব্দ করে ওই দুুই ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব-১২ আরও জানায়, সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ট্রান্সফর্মারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় পিক আপ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |