ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নদী খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে আবাদী জমি কেটে নদী খনন করার প্রতিবাদে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকরা। এ সময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপিও প্রদান করে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সহস্রাধিক কৃষক ওই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, স্থানীয় আ’লীগ নেতা ফরহাদুল ইসলাম শাপলা, কৃষক খন্দকার আসলাম উদ্দিন, ফরহাদ আলী আকন্দ, ওয়াজেদ আলী সরকার, নজর আলী মন্ডল, ফজলুল হক, আ. সালাম প্রমুখ।

বক্তারা বলেন, ফসলি জমির উপর লাল নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যমুনা নদীর বাম তীরে ভূঞাপুর-গোপালপুর উপজেলার কাউলিয়াবাড়ী থেকে শাখারিয়া (ভরুয়া বটকলা) পর্যন্ত তীর সংরক্ষণের নামে কৃষকদের আবাদী জমি কেটে নদীপথ তৈরি করা হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের ১০০ একর জমির বাদাম, রোপা আমন, তরমুজ, কলাই, গম ইত্যাদি উৎপাদন ভেস্তে যাচ্ছে। তারা যমুনায় জেগে ওঠা চর না কেটে নদী খনন করার আহ্বান জানান। বক্তারা ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত খনন বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |