ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভূয়া আইনজীবীর নামে আদালতে মামলা

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল আদালত চত্ত্বর সহ আশপাশের এলাকা এবং নিজ উপজেলায় আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে মো. আফজাল হোসেন(৩৮) নামে এক ব্যক্তির নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল (কালিহাতী আমলী) আদালতে মামলাটি দায়ের করেছেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক খান। আদালতের বিচারক রুপম কুমার মামলাটি গ্রহন করে কালিহাতী থানা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।

মামলা সূত্রে প্রকাশ, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে মো. আফজাল হোসেন নিজেকে বিজ্ঞ আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিল। আদালতে মামলা পরিচালনার কথা বলে তিনি জনৈক আ. হাইয়ের কাছ থেকে ৭ হাজার ও শাহীনের কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহন করেন। নিজেকে প্রতিষ্ঠিত আইনজীবী পরিচয়ে তিনি স্থানীয় সভা-সমাবেশে অতিথি হিসেবে অংশ গ্রহন করে থাকেন। এছাড়া আইনজীবী না হয়েও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করাকালে নিজের পেশা হিসেবে ‘আইনজীবী’ উল্লেখ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিজ্ঞ আইনজীবী নন এবং আইন পেশার সাথে সম্পৃক্তও নন। আইনজীবী পরিচয়ে প্রতারণা করার কারণে বার সমিতি তথা প্রকৃত আইনজীবীদের সম্মান ক্ষুন্ন হওয়ার কারণ ঘটেছে।

বিষয়টি অ্যাডভোকেট বার সমিতির গোচরীভুত হলে কমিটির পক্ষ থেতে তাকে একাধিকবার সতর্ক করা হয়। এতেও তার মধ্যে সংশোধনী না আসায় কার্যকরী কমিটির সভায় আলোচনান্তে তার নামে আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাদি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার। এ সময় জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম ও বার সমিতির টাউট ও দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট সামছুল আলম শাহাজাদা সহ বার সমিতির কার্যকরী কমিটির সদস্যরা বাদি পক্ষে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আফজাল হোসেন জানান, স্থানীয় পর্যায়ে একটি পরিবারের সাথে তাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে মামলা হয়ে থাকতে পারে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |