ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কারাকর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সৈয়দ আব্দুল করিম। অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ আব্দুল করিম দীর্ঘদিন ধরে কারাগারে সিডিউল মোতাবেক ঠাকুরগাঁও জেলা কারাগারে আসামিদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছে। ইতিপূর্বে খাওয়ার সরবরাহের বিষয়টি তত্ত্বাবধান করতেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  কিন্তু কারা তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে আসার পর থেকে পদে পদে অনিয়ম দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে।  প্রতিমাসে খাবার সরবরাহ বাবদ বিল হয় গড়ে ১০-১২ লাখ টাকা। যার ৩০ ভাগ বিল করা হয় খাবার সরবরাহ না করেই কারা কর্তৃপক্ষের যোগসাজসে। আর এই টাকা যায় কারাকর্তৃপক্ষ সহ বিভিন্ন সেক্টরে। এ বিষয়টিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আব্দুল করিম রাজি না হওয়ায় খাবার সরবরাহের প্রকৃত বিল দাখিল করলে কারা কর্তৃপক্ষ বিল পরিশোধে গড়িমসি শুরু করে। পরে সমাধান চেয়ে ১৯ আগষ্ট বুধবার  ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেন।  ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সৈয়দ আব্দুল করিম জানান , কারাগারে গড়ে ৩-৪’শ আসামি থাকেন। আসামিদের খাবারের হিসেব দেন তত্ত্বাবধায়ক। সে অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। কিন্তু খাবার সরবরাহ না করে কারা কর্তৃপক্ষ অতিরিক্ত বিল করতে বললে আমি তাতে রাজি হয়নি। পরে প্রকৃত বিল দাখিল করলে বিল পরিশোধে গড়ি মসি করে। ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |