ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক ঔষধ প্রয়োগকারী আসামী আটক।    

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঘটনার বিবরনে জানা যায়, পরিবারের সকলকে অচেতন করে রাত্রিকালে বারান্দার গ্রিলের তালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি সংক্রান্তে মামলার আসামী আটক করেছে এক দল পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার,  মোহা: মনিরুজ্জামান পিপিএম-সেবা , সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ঠাকুরগাঁও সদর,  মো: মোসফেকুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার, ঠাকুরগাঁও সদর সার্কেল,আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ  , নিবিড় তদারকিতে অফিসার ইনচার্জ  মো: তানভিরুল ইসলাম , এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: গোলাম মর্তুজা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: নাজমুল হক  , সার্বিক সহযোগিতায় এবং ঠাকুরগাঁও থানার অফিসার ও ফোর্সের সহায়তায় ঠাকুরগাঁও থানার মামলা নং ২২ তারিখ ২২/০৮/২০২০ ধারা ৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে ঠাকুরগাঁও থানা এলাকা সহ পঞ্চগড় জেলার আটোয়ারী থানা, বোদা থানা, কুড়িগ্রাম জেলার উলিপুর থানা, কুড়িগ্রাম সদর থানা, কোতোয়ালি থানা আর পি এম পি রংপুর এর অফিসার ও ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করতে সক্ষম হই। ধৃত আসামীদের মধ্য হইতে আসামী মো: জাকিরুল ইসলাম ওরফে জাকির (৩৫) উক্ত চুরির ঘটনার সহিত নিজে জড়িত থাকার কথা এবং জড়িত অপরাপর আসামীদের কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারা মতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য যে,এই মামলার আসামী মো: চানমিয়া কে গ্রেফতার করতে গিয়ে পুলিশের  সঙ্গীয়  অফিসার ফোর্স সহ কুড়িগ্রাম-রংপুর এলাকায় অবস্থান করে চাঁন মিয়াকে আর পি এম পি রংপুর কোতোয়ালি থানা এলাকা হইতে গ্রেপ্তার করি এবং তার রংপুরের ভাড়া বাড়ি হতে ২৬১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ কিছু চেতনানাশক পাউডার এবং চুরির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার কিছু গুরুত্বপূর্ণ আলমত জব্দ করি। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করি।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |