ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন বসবাস করে ভারতে। 

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীতি রাণী রায়ের বাংলাদেশের নাগরিকত্ব থাকলেও স্বামী দেবাশিষের সাথে সংসার করছেন ভারতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাবার পরিচয় দেখিয়ে ১৯/০৯/২০১০ তারিখে রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালপয় প্রথম যোগদান করেন। দীর্ঘ ১০ বছর যাবত তিনি মাঝে মাধ্যে ছুটি নিয়ে যাওয়া আসা করেন ভারতে। এরি মধ্যে করোনা কালে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাংলাদেশে থাকার কথা থাকলেও তিনি বর্তমান রয়েছেন ভারতে। প্রধান শিক্ষকের বাবা জগদিশ চন্দ্র রায় জানান, আমার মেয়ে বিয়ে হয়েছে নওগাঁ জেলায়। তার স্বামী ভারতের দিল্লিতে বসবাস করেন। এখন আমার মেয়ে সেখানেই আছে। এ করোনার জন্য আসতে পারছে না। আমার মেয়ে মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি নিয়ে তার স্বামীর কাছে গিয়েছে। এদিকে মাতৃত্বকালীন ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও টানা ৩ মাস যাবত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। এ নিয়ে দীর্ঘ ৯ মাসেও তিনি বাংলাদেশে ফিরেনি। অতঃপর প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের অনেক সমস্যা হচ্ছে বলে জানান, স্থানীয়রা। এছাড়ার আশেপাশে লোকজনের কাছে সুনীতি রাণীর বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান, তার বাড়ি পীরগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। এরপর চাঁদপুর গ্রামে গিয়ে উক্ত ঠিকানায় প্রধান শিক্ষক এর কোন খোজ খবর পাওয়া যায়নি। তবে প্রধান শিক্ষিকা রাধিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সুনিতি রাণী রায়ের স্বামী দেবাশিষ সাহা নামে কোন ব্যক্তি চাঁদপুর গ্রামে বসবাস করেন না। বিশ্বস্থ সূত্রে জানা যায়, দেবাশিষ সাহা একজন ভারতীয় নাগরিক। তিনি দিল্লিতে বসবাস করেন। বর্তমানে সুনীতি রায় দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য গত নভেম্বর/২০১৯ ইং মাস থেকে অদ্যাবধি দিল্লিতে তার স্বামীর বাড়ীতে অবস্থানরত আছেন। ইতিপূর্বে তিনি বহুবার প্রশাসনকে ম্যানেজ করে নাম মাত্র ছুটি নিয়ে ভারতে অবস্থান করেন এবং প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় বিভাগীয় অনুমতি ছাড়াই ভারতে চলে যান। জানা যায় , এ ব্যাপারে ক্লাষ্টার এটিও জনাব ফজলুল হক সাহেব তাকে এ অনিয়ম করতে সহায়তা করেন। প্রশ্ন জাগে সুনীতি রায় বাংলাদেশের নাগরিক কিনা যদি তাই হয় অবস্থাই প্রশাসন এ বিষয়ে তদন্ত করে সঠিক বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরবেন। উল্লেখ্য যে, এর আগে সুনীতি রানী রায়ের বিরুদ্ধে ০৪/০১/২০১৭ইং তারিখে পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ হয়। এ বিষয়ে এটিও ফজলুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বিষয়টি জেনেছি উর্দ্বতন কর্মকর্তাকে লিখিত ভাবে প্রতিবেদন দিয়েছি। এখন ওনারা ব্যবস্থা নিবেন। প্রধান শিক্ষক সুনীতি রাণী রায় অনুপস্থিত সম্পর্কে জানতে চাওয়া হলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |