ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রকল্পের সরকারি  চাল আত্মসাতের অভিযোগ দুর্নীতির দায় থেকে অব্যাহতি দিতে দুদকের সুপারিশ গ্রহন করেনি আদালত।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত ২১ নং ঢোলার হাট ইউনিয়নের বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে জি,আর প্রকল্পের চাল আত্বসাতের অভিযোগে অভিযুক্ত একজন ইউপি চেয়ারম্যান ও ৫ জন সরকারি কর্মকর্তাকে অব্যাহতি দিতে দুর্নীতি দমন কমিশনের সুপারিশ এফ,আরটি গ্রহণ করেনি আদালত। সোমবার শুনানীর দিন দুদকের প্রতিবেদন ও সুপারিশ গ্রহন না করে দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র কর্মকর্তাকে দিয়ে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। জি আর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার   গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুর রহমান, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ এবং ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত র্কমকর্তা এস এম গোলাম মোস্তফার বিরুদ্ধে দন্ড বিধির ৪২০/৪৬৭/৪৬৬/৪৭১/৪০৯/১০৯ ধারা বলে এভং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজু করে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের বিষয়টি প্রমানিত হওয়ার পরেও অনুকম্পা দেখিয়ে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে “যেহেতু ৫ জন আসামি সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ১ জন ইউপি চেয়ারম্যান বিধায় এত সল্প টাকা আত্মসাৎ মামলা রুজুর পর আসামিগণকে আটক ও দীর্ঘদিন হাজতবাসের কারনে আসামি এক প্রকার  শাস্তিভোগ করিয়াছেন” । হাজতবাস এবং আত্মসাৎকৃত ২,৩৪,৬০৮/১০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করায় আসামিগণ কে এই মামলার দায় হতে অব্যাহতি প্রদানের সুপারিশ কার হয় প্রতিবেদনে। পরে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে ওসমান আলী, নাসিরুল ইসলাম, যষ্টি কুমার,সুদেব রায়( শিক্ষক),নিরঞ্জন রায়(অধক্ষ্য), মো: হাসান(শিক্ষক) এবং উদয় কুমার রায় সহ কয়েকজন ব্যক্তি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড.এনতাজুল হক কে বিষয়টি জানান, এবং আসামিরা যেন মামলা থেকে অব্যহতি না পায় সে বিষয়ে বিজ্ঞ আদালতের দৃষ্টিতে আনার অনুরোধ করেন। এর প্রেক্ষিতে অ্যাড.এনতাজুল হক বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষন করেন এবং জানান, সরকারি চাল আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ার পর দুদকের তদন্তকারী কর্মকর্তা দোষী ব্যক্তিদের মামলার দায় হতে প্রতিবেদনে সুপারিশ করেছেন বিজ্ঞ আদালতের কাছে কাগজ পত্র উপস্থাপন করেন। মাননীয় ঠাকুরগাঁও  জেলা ও দায়রা জজ দুদকের উক্ত প্রতিবেদন দেখে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন এবং দুদকের প্রতিবেদন ও সুপারিশ গ্রহন না করে  একজন সিনিয়র কর্মকর্তাকে দিয়ে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |