ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, দ্বারে দ্বারে ঘু‌রে হতাশ ম‌র্জিনা ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার সদর উপ‌জেলার বেগুনবাড়ী ইউ‌নিয়নের নতুন পাড়া গ্রামের ম‌র্জিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মা‌টির তৈ‌রি একমাত্র ঘরটি ভেঙে প‌ড়ে‌ছে। আপাতত তিনি অন্যের বাড়ির বারান্দায় রাত্রিযাপন করছেন। একটা বিধবা ভাতা কার্ডের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে হতাশ বৃদ্ধা মর্জিনা।
জানা যায়,। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নতুন পাড়া গ্রামের বাসিন্দা মৃত বা‌রেক উদ্দী‌নের স্ত্রী বৃদ্ধা ম‌র্জিনা বেগম ১০ বছর আ‌গে স্বামী‌কে হা‌রি‌য়ে তার ঠাঁই হয় একমাত্র ছে‌লে আলম হো‌সেনে কা‌ছে। কিন্তু ক‌রোনার কার‌নে কাজ হা‌রি‌য়ে খাবার জোটানোই ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে আল‌মের। অন্যদিকে বৃদ্ধা মর্জিনার মাটির ঘরটিও ভেঙে যায়। তাই তিনি অন্যের বাড়ির বারান্দায় রাত্রিযাপন করেন। ম‌র্জিনা বেগম ব‌লেন, স্বামীর মৃত্যুর ১০ বছরেও বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতার কার্ড জোটেনি কপালে। বি‌ভিন্ন রোগে আক্রান্ত হ‌য়ে ওষুধ কেনার টাকাও নাই। মেম্বর, চেয়াম্যানের কাছে গেলে তারা আমাকে তাড়িয়ে দেয়। এখন ঘর‌টি‌ ভে‌ঙ্গে পড়া‌তে খুব ক‌ষ্টে দিন পার কর‌ছি। স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী মারা গেছেন প্রায় অনেক বছর আগে। ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধাকে ছেলে ও তার স্ত্রী একটু দেখাশোনা করেন। বেশির ভাগ সময়ই খেয়ে না খেয়ে কাটে তার দিন। তার পরেও পেতেন না বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা। ম‌র্জিনা বেগমের আকু‌তি জীব‌নের সায়াহ্নে এ সম‌য়ে এক‌টি ঘর নির্মা‌ণে সহ‌যোগিতায় সরকা‌রের সং‌শ্লিষ্ট দপ্তরগু‌লো এ‌গি‌য়ে আস‌বে। স্থানীয় ইউপি সদস্য মহেন বলেন, মহিলাটিকে আমি চিনি ১০ বছর আগে তার স্বামী মারা যায়।
এবার বৃষ্টির কারণে তার ঘরটিও ভেঙে যায়। দেখি আগামীতে কার্ড করে দেওয়া যায় কিনা। এব্যাপারে ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, খোঁজ নিয়ে দেখব। এরপরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বিভিন্ন অনলাইন পত্রিকায় দেখে মর্জিনা বেগমের বাড়ি পরিদর্শন জন্য ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কে পাঠান। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কই এলাকায় গিয়ে মর্জিনা বেগমের বাড়ি পরিদর্শন করেন। এবং বলেন তার বয়স্ক ভাতা ও ঘর নির্মাণ করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |