ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মাদকের বিষয়ে তথ্যদাতাকেই নাজেহাল করেন – পীরগঞ্জ থানার ওসি প্রদীপ, তদন্ত চলছে ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের পরে এবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, অর্থ ছাড়া মামলা রুজু না করা, টাকার বিনিময়ে মিথ্যা মামলার হুমকি এবং বিনা কারণে দুর্ব্যবহার করার অভিযোগে তদন্ত শুরু  হয়েছে।
রংপুর ডিআইজি অফিসের ইন্সপেক্টর (ডিসিপ্লন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস) তরিকুল ইসলাম তরিক পীরগঞ্জ থানায় এসে সরেজমিনে  তদন্ত করছেন। মহা পুলিশ পরিদর্শকের কাছে দায়ের করা পীরগঞ্জ উপজেলার সমাজকর্মী নাহিদ পারভীন রিপার আবেদনের প্রেক্ষিতে তদন্তে এসেছেন তিনি। তদন্তকারী কর্মকর্তা ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত থানা চত্বরে এবং শহরের বিভিন্ন স্থানে গিয়ে অভিযোগকারী ও সাধারণ মানুষের বক্তব্য গ্রহণ করেছেন। এদিকে ওসির বিরদ্ধে শুকুর উদ্দীন কালু নামে আরেক ভুক্তভোগীর দায়ের করা অভিযোগেরও তদন্ত করছে ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রশাসন। সমাজ সেবায় বিশেষ অবদান রাখা রংপুর বিভাগীয় পর্যায়ের জয়িতা নাহিদ পারভিন রিপার দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলার সেনগাঁও গ্রামের সোবাহানের কন্যা লিজা আখতার (৩০) তার স্বামী মোহাম্মদ আলী কর্তৃক নির্যাতিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ওসি প্রদীপ চন্দ্র রায় নির্যাতিতা ঐ নারীর অভিযোগ মামলা হিসেবে রুজু না করে কিংবা কোনো প্রতিকার না দিয়েই তাকে দিনের পর দিন হয়রানি করেন। এ অবস্থায় গত ১৬ মার্চ দুপুরে নির্যাতিতা লিজার সঙ্গে থানায় যান স্থানীয় সমাজকর্মী ও জয়িতা নাহিদ পারভীন রিপা। এ ঘটনায় থানার ওসি প্রদীপ কুমার রায় ঐ সমাজকর্মীর সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে থানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি ধামকি দেন। এ অবস্থায় নির্যাতিতা লিজা আখতার ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়ে পিতার বাড়িতে অবস্থান করছেন।
এ ঘটনায় ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে পুলিশের ডিআইজি, আইজিপি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন নাহিদ পারভিন রিপা। এদিকে পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের শুকুর উদ্দিন কালু গত ১৯ মে আইজিপি সহ পুলিশের বিভিন্ন দপ্তরে ওসি প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে অভিযোগ করা হয়, ১২ মে রাতে কালু সহ তার প্রতিবেশীদের ভাঙচুর করে লুটপাট ও কালুকে মেরে ফেলার উদ্দেশ্যে অপহরণ করে প্রতিপক্ষরা। এ ঘটনা ওসি প্রদীপকে মোবাইল ফোনে জানালে তিনি ব্যবস্থা নেননি। পরে ৯৯৯ এ ফোন করার পর পীরগঞ্জ থানা হতে গাড়ি এসে তাকে উদ্ধার করলেও প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে ওসি তার মামলা গ্রহণ করেননি বরং প্রতিপক্ষের হয়ে তার (কালু) বিরুদ্ধেই মিথ্যা মামলার দেওয়ার  হুমকি দেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টারসের নির্দেশে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ ১৮ আগস্ট বিষয়টি তদন্তের জন্য অভিযোগকারী ও তার সাক্ষীদের জবানবন্দী গ্রহণ করেছেন। অভিযোগ রয়েছে, ওসি প্রদীপ কুমার রায় পীরগঞ্জ থানায় যোগদানের পর থেকে স্থানীয় লোকজনকে অকারণে হয়রানি করে আসছেন। জমিজমা বা পারিবারিক কলহে কিংবা স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে আইনের আশ্রয় নিতে গেলে বেশিরভাগ মানুষকে আইনি সেবা না দিয়ে হয়রানি করেন। এ কারণে অনেকেই সুষ্ঠু বিচার পাওয়া হতে বঞ্চিত হচ্ছে।  মাদক-জুয়ার বিষয়ে তথ্যদাতাকেই নানাভাবে নাজেহাল করেন ওসি প্রদীপ। এ বিষয়ে ওসি প্রদীপ কুমার রায় বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তদন্ত হচ্ছে হোক, তাতে কি আসে যায়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |