ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের গায়েবি মসজিদ নিয়ে অলৌকিক কাহিনী ও রূপকথার যেন শেষ নেই ?

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদনি সাগরে অবস্থিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন এককাতারের গায়েবি মসজিদ নিয়ে চলছে নানান রুপকথা ও অলৌকিক গল্প কাহিনী। ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি লাকার প্রবীণদের মতে, এটি একটি গায়েবি মসজিদ। তবে অনেকেই অনুমান করছেন এটি মোগল সম্রাজ্যের আগের নির্মাণ । এলাকার সবার কাছে এটি গায়েবি ও এককাতার মসজিদ নামে পরিচিত। মসজিদটির আকর্ষণ হচ্ছে বিশেষ ডিজাইনে তৈরি তিনটি গম্বুজ ও চার কোণায় আটটি মিনার সদৃশ্য। গম্বুজ তিনটি ছাদ থেকে প্রায় ১০ ফুট উচ্চতা বিশিষ্ট এবং দুই ফুট লম্বা চওড়া। ভূমি থেকে প্রতিটি বুরুজের উচ্চতা ১০ ফুট। মসজিদটিতে এক কাতারে ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। বর্তমানে মসজিদে নামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন ভবনের মাধ্যমে প্রস্থতা বাড়ানো হয়েছে। যাতে করে বেশি মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। অভি রহমান,দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর দৃঢ় ভূমিকা পুরস্কার প্রাপ্তির দাবি রাখে ২১ দিনে গোপালগঞ্জে কোখিড-১৯ এ আক্রান্ত ৭২৯, মারা গেছেন ৯জন বাইরে বের হলে মাস্ক পরতেই হবে , জনপ্রশাসন প্রতিমন্ত্রী অন্যথায় ৬ মাসের জেল বা লাখ টাকা জরিমানা মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নাজিমউদ্দিন বলেন, এটি গায়েবি মসজিদ। আমার দাদার দাদার আমল থেকে শুনেছি এটি একদিন হঠাৎ করে তৈরি হয়ে যায়। কেউ কেউ আবার বলেন, এই মসজিদটি জ্বিনের তৈরি করা। সম্পাদনা,সাদেক আলী

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |