ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাজাকার জমশেদ জিরো থেকে হিরো ?

মোঃ মজিবর রহমান শেখ,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দূওসূও ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র জমশেদ আলী ৭১ এর মুক্তিযুদ্ধে আলবদর- রাজাকারদের সার্বিক সহযোগিতা হিসেবে মুক্তিযোদ্ধাদের খুন. গুম থেকে শুরু করে অনেক অপকর্মের লিপ্ত ছিলেন ।  জমশেদ আলীর  ব্যাপারে মুঠোফোনে (০১৩১২২১০০৮৭) যোগাযোগ করা হলে বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার সোলেমান আলী  বলেন, জমশেদ আলীর নাম রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত আছে । এখন তিনি অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন । এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমশেদ আলী ৭১ এর মুক্তিযুদ্ধের রাজাকার থাকায় তার নাম রাজাকারের তালিকায় রয়েছে। এমনকি ঐ এলাকার মুক্তিযোদ্ধা শহীদ আসির উদ্দিন কে জবাই করে হত্যার পরে তার লাশ গুম করে দেয়। মুক্তিযোদ্ধা শহীদ আসির উদ্দিন এর সন্তান আমিরুল ইসলাম( ৬০) তার পিতার হ্ত্যার কাহিনী এই প্রতিবেদকসহ স্থানীয় এলাকাবাসীকে জানান ও পিতার হত্যার বিচার দাবী করেন।এলাকাবাসীরা ঘটনা জেনে ক্ষোভে ফেটে পরেন। তিনি আরো বলেন, তার পিতার হত্যার বিচার এখনো পর্যন্ত পাননি । রাজাকার জমশেদের সহোদর ছোট ভাই ইমরান আলী জানালেন বাস্তুভিটাটিও তার বড় ভাই জোর করে দখল করছেন। ইমরান আলী তার বড়ভাই রাজাকার জমশেদ আলী কে ভয় পায় । ইমরান আলী বড় ভাইয়ের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজন নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। এই সুযোগ নিয়ে জমশেদ আলী তার ছোট ভাই ইমরান আলি কে ভয়-ভীতি দেখিয়ে তার আরো সম্পদ দখল করেছে। ইমরান আলী রাজাকার বড় ভাই জমশেদ আলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। জমশেদ আলী ৭১ এর যুদ্ধ শেষ হওয়ার পর তিনি বালিয়াডাঙ্গী অপমৃত্যু হত্যাসহ বিভিন্নভাবে মরে যাওয়া লাশ থানা থেকে ভ্যানে করে মৃতদের বাসায় পৌঁছে দিতেন। এর ফাঁকে জমশেদ আলী অবৈধ সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । এলাকাবাসী রাজাকার জমশেদের বিচারের দাবীতে এখন সোচ্চার।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |