ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের ৭৫ টি বিট পুলিশিং কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় ৭৫ টি বিট পুলিশিং এলাকায়   প্রতিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই স্লোগান সামনে রেখে ১৭ অক্টোবর   শনিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে প্রতিরোধী সমাবেশের উদ্বোধন করেন ঠাকুরগাঁও  জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন।
ঠাকুরগাঁও জেলায় ৭৫ টি বিট পুলিশিং কার্যালয়ে প্রতিরোধী সমাবেশ হয়েছে , এর মধ্যে ঠাকুরগাঁও জেলার সদর থানার পৌরসভা ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ২০টি, রুহিয়া থানা এলাকার ৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি, পীরগঞ্জ থানার পৌরসভা ও উপজেলায় ১৯টি, রাণীশংকৈল থানার পৌরসভা ও উপজেলায় ১৭টি ও হরিপুর উপজেলায় ৬টি বিট পুলিশিং কার্যালয়ে প্রতিরোধী সমাবেশ হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁও জেলার সব বিটে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।  ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন বলেন, সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেই সাথে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করা হয়। প্রতিটি সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |