ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ছাত্রলীগের উপহার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনা মহামারিতে ও লকডাউনে টিউশনি বা পার্টটাইম জব চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও থেকে যেসব শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেছিলেন, তাদের কাছে গোপনে এসব উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগ নেতা নিয়াজীসহ অন্যান্যরা শনিবার দিনভর এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।
ছাত্রলীগ নেতা জি এম সুফি নিয়াজী জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতারা ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষার্থীর কাছে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উপহারসামগ্রী পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা জীবনে ভোলার মতো নয়। আজীবন হৃদয়ে ধারণ করার মতো একটি ঘটনা।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘লকডাউন আবার শুরু হওয়ায় গ্রামের বাড়ি যেতে পারব না। এই সময়ে কেন্দ্রীয় সভাপতি আর সাধারণ সম্পাদকের এই উপহার পেয়ে সত্যিই অনেক আনন্দিত।’
এ সময় আরো উপস্থিত ছিলেন , ছাত্রলীগ নেতা শাহাজালাল জনি , জি এম নিয়াজ মুরাদ, মুরসালিন মাহফুজ লুসান , মাসুদ কবির বিজন, প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |