ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ, নিহত- ১

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মন্ডলপাড়া গ্রামে আবাদি জমির সীমানা নিয়ে সংঘর্ষে পানিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। । স্থানীয়রা সাংবাদিকদের  কে জানান, ৩ আগস্ট  সোমবার দুপুরে পানিয়া নিজ আবাদি জমিতে ধানের চারা রোপণ করতে গেলে পাশ্ববর্তী জমিতে ফাকাশু ও তার স্ত্রী সিদ্ধিরাণী ধানের চারা রোপন করেন। ধানের চারা রোপন করার এক পর্যায়ে জমির সীমানা বাড়ানো হয়েছে বলে দুই পক্ষের মধ্য তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে ফাকাশু (৫৫) ও তার স্ত্রী সিদ্ধিরাণী (৫০) কড়া (বেহিয়া) দিয়ে পানিয়া (৬০) কে মারপিট করলে এক পর্যায়ে পানিয়া মাটিতে পড়ে যায়। পরে তার ছেলে সঞ্জয় ঘটনা স্থলে পৌছে তার বাবাকে মৃত দেখেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি জমির সীমানা নিয়ে সংঘর্ষে ১ জন মারা গেছে। ফাকাশু বেহিয়া দিয়ে মারপিট করলে ওখানে পানিয়া মৃত্যু বরণ করে। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |