ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তীব্র হচ্ছে শীত, বাড়ছে করোনা নিয়ে উদ্বেগ !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলায় দিনে গরম থাকলেও সন্ধ্যার প্রকৃতিতে শুরু হচ্ছে শীতের হিমেল পরশের গা শিরশিরে বাতাস। রাতভর পড়ছে কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। একদিকে যেমন বাড়ছে শীত, অন্যদিকে শীতে করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত এই ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষ । আগুন জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা
হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় ঠাকুরগাঁও জেলায় প্রতি বছর একটু আগেই চলে আসে শীতের আমেজ। দিনের পর দিন তীব্র হতে শীত। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কুয়াশা। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলায় দিনে গরম থাকলেও সন্ধ্যার প্রকৃতিতে শুরু হচ্ছে শীতের হিমেল পরশের গা শিরশিরে বাতাস। রাতভর পড়ছে কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। একদিকে যেমন বাড়ছে শীত, অন্যদিকে শীতে করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত এই ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায়, শীত ও কুয়াশার কারণে কাজ করতে অসুবিধা হওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন এই জেলার নিম্ন আয়ের মানুষ। শীতে জড়ো-সরো হয়ে গেছে গবাদি পশুও। কেউ কেউ আবার খড়-কুটোতে আগুন জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা। রাস্তাঘাটে কুয়াশার ফলে সড়কে-মহাসড়কে বাস-ট্রাকগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের কাপড় পড়ে হাঁটাচলা করছেন প্রায় সবাই। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাসিন্দা আহম্মদ আলী জানান, ‘গত কয়েকদিন ধরেই শীত একটু বেড়েই চলছে। সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ছে। ভোরেও অনেক কুয়াশা থাকছে। রাতে শীতের কাপড় নিয়েই ঘুমাতে হয় আমাদের।’শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, ‘প্রতিনিয়ত সকালে বের হতে হয় হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু গত কয়েকদিন আগে যে কুয়াশা ছিল তার থেকে বেশি আজ মনে হচ্ছে। এতে বুঝা যাচ্ছে শীত পড়েছে। ঠান্ডাও করছে অনেক। সন্ধ্যার পর শীতের কাপড় ছাড়া বের হওয়া যাচ্ছে না।’
শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রোহান বলেন, ‘প্রতিবছর শীতের সময় অনেকেই অসুস্থ থাকে। তারওপর এখন করোনাভাইরাস। এই নিয়ে অনেক চিন্তিত আছি, না যানি কি হবে। তবে প্রশাসনের পাশাপাশি যদি আমরা সবাই সচেতন হই তাহলে হয়তো আমরা অনেকটাই নিরাপদ থাকবো বলে আমি মনে করি।’ ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে হাঁটতে এসেছেন পথচারী ফারুক হোসেন। তিনি বলেন, ‘যখন করোনাভাইরাস প্রথম আসলো তখন দেখেছি সবাই মাস্ক পরে বেড়াতো। কিন্তু ধীরে ধীরে এটা কেন যানি পরিবর্তন হতে লাগলো। প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় জরিমানা করছে। কিন্তু এরপরও অনেকেই তা মানছে না। তাই প্রশাসনকে আরো কঠোর হতে হবে বলে আমি মনে করি। তবে শুধু প্রশাসন নয় আমাদেরকে সচেতন হতে হবে, ভাবতে হবে পরিবারের কথা।’ ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন,
‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক হতে হবে। যেহেতু শীত পড়েছে সে ক্ষেত্রে আমাদের সবাই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।’তিনি আরো বলেন, ‘আমরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সহ ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার সব হাসপাতালে শীতের জন্য অতিরিক্ত করে আরো ৫০টি বেড বৃদ্ধি সহ স্টাফদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫ হাজার কম্বল পেয়েছি। সেগুলো বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। একই সঙ্গে  ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারো অসহায়দের শীত নিবারণের জন্য শীতবস্ত্র তৈরি করা হয়েছে।’ বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা, ভারতীয় সীমান্ত ঘেষা এই দুই উপজেলা । এই দুই উপজেলার অসহায় ও গরীব মানুষ শীত নিবারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন জানান, যেন বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার অসহায় গরীব মানুষরা সরকারি কম্বল নিয়ে শীত নিবারণ করতে পারে। ঠাকুরগাঁও জেলার দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় শীত ও করোনাভাইরাস দুটি বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে। শীতে যাতে করোনার বিস্তার না হয় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ঠাকুরগাঁও জেলার করোনা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এজন্য আমরা প্রতিটি সময় জনগণকে সচেতন করছি। একইসঙ্গে সকলে যাতে মাস্ক পড়ে সেই বিষয়টিতে আমরা বেশি জোর দিয়েছি। এরই মধ্যে আমাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং যারা এই মাস্ক পড়ছে না তাদের জরিমানাও করছেন।’

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |