ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়ম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পাকা সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নজরদারি না থাকায় অনেকটা তরিঘরি করেই কাজ শেষ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অনিয়মের কথা জানতে চাইলে সংশ্লিস্ট ইঞ্জিনিয়ার জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার জেলা শহরের নরেশ চৌহান সড়কে নতুন করে রাস্তা পাকাঁ করণে অনিয়মের অভিযোগ তুলেন পৌরবাসি। রাস্তা পাকাঁ করণ দেখ ভালে পৌরসভা কর্তৃপক্ষের নিয়োগকৃত সাবষ্টেন ইঞ্জিনিয়ার ও দেলোয়ার হোসেন জানান, শহরের ভেতরে ৮-১০ টি রাস্তার কাজ চলমান রয়েছে। যা সর্বমোট ৮০০ মিটার। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ রাস্তা পাকাঁ করণে শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে নরেশ চৌহান সড়কের হানিফ কাউন্টার পর্যন্ত কাজে ব্যাপক অনিয়ম দেখা দেয়। রাস্তাটি পুনরায় নতুন করে করা হলেও কার্পেটিংয়ের আগে রাস্তার ধুলোবালি পরিস্কার না করেই করছে কার্পেটিং। আবার ইটের খোয়ার উপর বিটুমিন না দিয়েই করছেন কার্পেটিং। আর কার্পেটিয়ের থিকনেসও দেয়া হচ্ছে কম। যা অল্প বৃষ্টি হলেই রাস্তা ক্ষতিগ্রস্থ হবে।

ঠিকাদার আইনাল হকের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, আমি বাইরে আছি আমার পরিবর্তে সেখানে অন্য কাউকে পাঠানোর ব্যবস্থা করছি কাজ তদারকির জন্য। ধুলোবালি পরিস্কারের নির্দেশনা দেয়া আছে ঠিকাদারকে। আর কার্পেটিংয়ের আগে বিটুমিন দেয়া এ রাস্তায় নিয়ম নেই তবে প্রাইমকোট মারা হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |