ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ২ দিন ব্যাপী নারীদের আত্মরক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন

 রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী আত্মরক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়। মঙ্গলবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।পাবলিক ইউনিভার্সিটি স্টুডেস্টস এসোসিয়েশন অফ ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বন্যা, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিরন্তনের উপদেষ্টা এম এ সোহাগ, প্রধান প্রশিক্ষক আনার কলি (প্রথম রৌপ্য কন্যা), মার্শাল আট প্রশিক্ষক আব্দুল খালেক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা তোজাম্মেল হক। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণগণ এ ২ দিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত নিজেদের আত্মরক্ষার্থে বিভিন্ন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |