ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ২ দিন ব্যাপী নারীদের আত্মরক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন

 রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী আত্মরক্ষা বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়। মঙ্গলবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।পাবলিক ইউনিভার্সিটি স্টুডেস্টস এসোসিয়েশন অফ ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বন্যা, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিরন্তনের উপদেষ্টা এম এ সোহাগ, প্রধান প্রশিক্ষক আনার কলি (প্রথম রৌপ্য কন্যা), মার্শাল আট প্রশিক্ষক আব্দুল খালেক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা তোজাম্মেল হক। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণগণ এ ২ দিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত নিজেদের আত্মরক্ষার্থে বিভিন্ন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |