ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৭ দিনব্যাপী চক্ষু ক্যাম্প শুরু

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,অসহায় দরিদ্র চক্ষু রোগীদের জন্য ঠাকুরগাঁওয়ে সাত দিনব্যাপী চক্ষু চিকিৎসা  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক সেবাসংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও সংস্থা পরিচালিত আল-নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ ক্যাম্পের উদ্বোধন করেন।এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমাদ তাহির আল-মিম্বারি, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সিভিল সার্জন ড. আবু মো: খয়রুল কবির, বালিয়াডাঙ্গী উপজেলার রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাড. আফাজুর হক, মেডিক্যাল ডিরেক্টর আল-নূর চক্ষু হাসপাতালের ডা: আবু সাঈদ, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এইচ. আর মোহাম্মদ নুরজ্জামান প্রমুখ।উল্লেখ্য, সাত দিনব্যাপী এই ক্যাম্পে ঠাকুরগাঁওয়ে চোখের রোগে আক্রান্ত প্রায় ৫ হাজার রোগীদের বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংস্থা আল-বাশার ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সংস্থাটির বিভিন্ন প্রকল্প থেকে সেবা গ্রহণকারীদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |