ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

বুধবার বিকালে উপজেলার কালমেঘ বারঢালী ঈদগাহ মাঠ থেকে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় শোডাউন করেন। এ সময় ভোটারদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে লালাপুর গ্রামে পল্লী চিকিৎসক মৃত মুনির হোসেনের ছেলে। তিনি রক্তদানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্রী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। গেল ৩ বছর ধরে তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। করোনাকালীন সময়ে মানবিক সহায়তা দিয়ে ভোটারদের পাশে ছিলেন। সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন বলে আশা করছেন।

উপজেলার ৮ ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুওসুও ও বড়বাড়ী ইউনিয়নে ইভিএম ভোট গ্রহণ হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

You must be Logged in to post comment.

গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |     ‘আয় বাঙ্গালি খাই বাঙ্গালি’ মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন     |