ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় গৃহকর্মী তেঁতুলিয়ার শিশু সুমিকে নির্যাতন তেঁতুলিয়ায় ফেরৎ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি : ঢাকায় গৃহকর্মী শিশু সুমিকে নির্যাতনের পর মুমূর্ষ অবস্থায় তেঁতুলিয়ায় ফেরৎ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন।
তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মোঃ দবিরুল ইসলামের মেয়ে সুমি আকতার(১১)। সে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্যেণীর ছাত্রী। চলমান কেভিড-১৯ ভাইরাসের কারনে স্কুল বন্ধ থাকায় গত দুমাস আগে একই গ্রামের আবু স্ঈদ তার পূর্ব পুরচিত তেঁতুলিয়া উপজেলার সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান ( শিশির) এর বাড়ীর কাজের জন্য রাজধানী ঢাকায় গৃহকর্র্মী হিসাবে পাঠান।
যাওয়ার পর থেকে চলে সুমির উপড় অমানুষিক নির্যাতন। সুমির সাধ্যের বাইরের কাজও তাকে করতে বলে। সুমির কাজ শাহিনুজ্জামান ( শিশির) এর স্ত্রীর জিমি বেগম মনঃপুত না হলে লাকরি দিয়ে চলতে থাকে অমানুষিক নির্যাতন। এক পর্যায়ে সুমিকে খাটের খুটির সাথে বেধেও মারপিট করেছে বলে হাসপাতালে কান্না করছে ও বলছে। সমস্ত শরিরে মারপিটের ফুলা জখম রয়েছে।এক পর্যায়ে সুমি এ নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবার কাছে তেঁতুলিয়ায় ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে। তার অনুরোধে পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান ( শিশির) ঢাকা শ্যমলী এস তেঁতুলিয়ার হানিফ এন্টার প্রাইজ গাড়ীতে একাকী তুলে দেয়। অসুস্থ অবস্থায় তেঁতুলিয়া হানিফ এন্টার প্রাইজ গাড়ী থেকে সুমির বাবা দবিরুল ইসলাম সুমিকে অসুস্থ্য অবস্থায় দেখে সুমিকে জিজ্ঞেস করলে সমস্ত ঘটনা খুলে বলে। পরবর্তীতে সুমিকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি নির্যাতিতা শিশু সুমি আকতার কান্না জনিত কন্ঠে বলে আমাকে সাহেবের বউ জিমি বেগম প্রতিদিন অনেকগুলো কাপড় ধুয়ার জন্য বের করে দিত। থালা বাসন ধুয়ার কাজও করাত। আমি কাজ করতে না পারলে আমাকেভাত রান্না করা লাকড়ি দিয়ে খুব মারপিট করত। কোন কোন দিন আমাকে পায়ে দড়ি দিয়ে খাটের খুটিতে বেধে মারত। আর বলত তোমাকে মারে কেটে নদীতে ভাসিয়ে দিব আমার কিছু হবে না। আমাকে ঠিকমত খাবারও দিত না। আমি এ নির্যাতনের বিচার চাই।নির্যাতনে সুমির হাত পায়ে রক্ত জমাট বেধে ছেকলো দাগ পড়েছে।
সুমির বাবা দবিরুল ইসলাম বলেন আমাকে ওই সাহেব বলেন তাদের ছেলে সন্তান নাই আমার মেয়েকে নিয়ে স্কুল পড়াবে এবং নিজ সন্তানের মত দেখবে। কিন্তু আমার মেয়েকে নিয়ে অনেক নির্যাতন করেছে। আমি মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলতে সুমি বাথরুমে আছে এই বলে ফোন কেটে দিত। আমি গরীব মানুষ শিশু নির্যাতনের সঠিক বিচার চাই।
অভিযুক্ত তেঁতুলিয়ার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির বর্তমানে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কর্মরত। তিনি আমাদের প্রাতানাধকে জানান শিশুটি প্রচুর মিথ্যা কথা বলে এবং আমার স্থ্রীকেউ মারপিট করেছে। শিশুটির কিছু অসুখ আছে এখানে ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করেছি। মারপিটের ঘটনাটি সত্য নয়।
সিনিয়র স্টাফ নার্স দিতি বলেন শিশুটির শরীরে একাধীক মারপিটের চিহ্ন আছে।তাকে শারিরিকভাবে নির্যাতন করা হয়েছে ।
হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা এএসএম মুশফিকুর রহমান জানান শিশুটির উপর শারিরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তবে আরো কিছু পরীক্ষা নিরিক্ষা ও ইনভেস্টিগেশন শেষে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
এলাকার সুশীল সমাজ শিশু নির্যাতনকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান আমি ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে খোজ খবর নিয়েছি। তার চিকিৎসা চলছে। তার অভিভাবকের সাথে কথা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |