ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারাগঞ্জে মালিকানা জমিতে গুচ্ছগ্রাম নির্মাণের অভিযোগ

এম.এ. শাহীন, রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের ধোলাইঘাট কামারপাড়ায় ভূমি মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতাধীন গুচ্ছগ্রাম-২ প্রকল্পে সরকারি খাস জমির পরিবর্তে মালিকানা জমিতে গুচ্ছগ্রাম নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার দিলালপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদের তারাগঞ্জ উপজেলার সয়ার মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া জেএল নং-১০, আরএস নং-৩৬০, দাগ নং-২৫৪৪ এ ২.৩০ শতাংশ জমির কিছু অংশ সয়ার কামারপাড়া গুচ্ছগ্রামে অন্তর্ভূক্ত হয়।
ভূক্তভোগী হারুন অর রশিদ জানান, উপরোক্ত তফসিল ভুক্ত ওই জমি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। জমিটি তার পিতার নামে আরএস রেকর্ড প্রস্তুত হয়ে প্রকাশিত হয়। তার তফসিল ভুক্ত পৈত্রিক জমির পাশে সয়ার মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত জমি রয়েছে।
উক্ত গুচ্ছগ্রাম ১নং খাস খতিয়ান জমিতে নির্মাণের কার্যক্রম পরিচালনা করার সময় তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ৫নং সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমির সঠিকভাবে সীমানা নির্ধারণ না করেই হারুনের পৈতৃক গুচ্ছগ্রাম নির্মাণের কার্যক্রম পরিচালনা করছেন মর্মে হারুন অভিযোগ করেন। অভিযোগে হারুন অর রশিদ জানান, গেল ১৬ সেপ্টেম্বর নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজম গুচ্ছগ্রামে গেলে হারুন তার পৈতৃক জমির ব্যাপারে নির্বাহী অফিসারকে জানালে তিনি হারুনকে বিভিন্ন মামলায় ফাঁসাবে বলে হুমকি প্রদান করেছেন মর্মে হারুন অর রশিদ লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে সয়ার ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ বলেন, আমি এসবের কিছুই জানিনা। আমাকে প্রকল্প চেয়ারম্যান হিসেবে গুচ্ছগ্রাম নির্মাণের কার্যক্রম তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে। গুচ্ছগ্রামের জায়গাটি নির্বাচন করেছেন ইউএনও মহোদয়। এখানে কারও মালিকানা জমি অন্তর্ভূক্ত হয়েছে কিনা তা আমার জানা নেই। আর জায়গা নির্বাচনের ব্যাপারে আমার বলার কিছুই নেই।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, গুচ্ছগ্রাম নির্মাণের খাস এ জমিটি উর্দ্ধতন কর্তৃপক্ষ একাধিকবার জরিপ করেছে। এখানে কারও মালিকানা জমি রয়েছে বলে আমার জানা নেই। হারুন অর রশিদ নামে কোন ব্যক্তি আমার বিরুদ্ধে কোথায় কোন অভিযোগ করেছে কিনা তাও আমি জানি না।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |