ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দুই ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

 পঞ্চগড় অফিস : তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিবাহে সম্পৃক্ত থাকা ও ফৌজদারী মামলার চার্জশিটভুক্ত আসামী হওয়ায় দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এই তথ্য প্রকাশ করেন  তেঁতুলিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস।বরখাস্তকৃতরা হলেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সফিজুল ইসলাম এবং শালবাহান ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম।

২২ জানুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিজুল ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাল্যবিবাহ সম্পন্নের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে।

একই সাথে শালবাহান ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নূর ইসলামের বিরুদ্ধে পাথর উত্তোলনে অবৈধ ড্রেজার মেশিন চালানোর অপরাধ সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।তিনি চার্জশিটভুক্ত আসামী।

এছাড়া তার বিরুদ্ধে খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে।এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দুই ইউপি সদস্যের বিষয়গুলো তদন্ত করে জেলা প্রশাসককে অবহিত করেন।

জেলা প্রশাসক ওই সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি প্রেরণ করেন।এরই প্রেক্ষিতে তাদের দুজনকেই স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ও ৩০ উপধারা (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস ওই দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |