ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি এলাকায় নবম শ্রেণীর দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক ইমন (২০),আনোয়ার হোসেন (২৫) ও সোহাগ (২২) নামে ৩ যুববকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ি এলাকায় এঘটনাটি ঘটে। পরে আজ বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় অভিযুক্ত ওই তিন যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেলে পরে তাদের ধর্ষন মামলায় আটক দেখানো হয়। আটক ওমর ফারুক ইমন জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ভজনপুর ইউনিয়নের কাউরগছ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে, আনোয়ার হোসেন একই এলাকার দারাজ উদ্দিন ও সোহাগ বামনপাড়া এলাকার এনামুল হকের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার সকালে ওই দুই স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে বিভিন্ন এলাকায় নিয়ে যায় আনোয়ার ও ইমন নামে দুই যুবক। পরে রাতে নিজবাড়ি এলাকায় ওই দুই যুবক স্কুল ছাত্রীদের জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং সোহাগ নামে ওই যুবক এতে সহযোগীতা করে। এসময় ওই দুই স্কুল ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। গতকাল বুধবার দুপুরে ওই দুই স্কুল ছাত্রীদের বাবা বাদী হয়ে তেতুঁলিয়া মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণের অভিযোগে ইমন ও আনোয়ারকে এবং ধর্ষণের কাজে সহযোগিতা করার দায়ে সোহাগগে আটক করে। এবিষয়ে পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন কুমার রায় জানান, দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলা অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মেডিকেল পরিক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |