ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশনেত্রীকে কারাগারে রেখে বিএনপিকে ভাঙ্গা যাবে না…ফখরুল

নিউজ ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছেন আর দেশনেত্রী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সময় কাটাচ্ছেন।’ এসময় তিনি জনগণ বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে বলে মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে মানুষটি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করলেন তাকেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হচ্ছে। প্রধানমন্ত্রী যখন রাজশাহীতে হেলিকপ্টারে গিয়ে সরকারি খরচে ভোট চাচ্ছেন, তখন খালেদা জিয়াকে কারাগারে। এটা গণতন্ত্র হতে পারে না। এটা রাজনীতির সমান ক্ষেত্র হতে পারে না।’ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার আশা করেছিল দেশনেত্রীকে আটক করা সম্ভব হলেই বিএনপি ভেঙে যাবে। কিন্তু বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ। অনেক বেশি শক্তিশালী।’ ফখরুল বলেন, ‘দেশের হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কয়েক বছর ধরে গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত রয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সেই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তাকে গ্রেপ্তার করে সেই সংগ্রাম স্থিমিত করতে চায় আওয়ামী লীগ। সেজন্য মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে দেশনেত্রীকে।’ বিএনপির সংগ্রাম দেশের জন্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে বিএনপি যে সংগ্রাম করছি সেটা শুধু খালেদা জিয়ার জন্য সংগ্রাম নয়। এই সংগ্রাম দেশকে রক্ষা করার সংগ্রাম। গণতন্ত্র রক্ষার সংগ্রাম। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। কোন উসকানিতে পা দেয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |