ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশব্যাপি ২১ হাজার ফলদ ও ভেষজ গাছের চারা রোপন করবে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

পঞ্চগড় প্রতিনিধি: মুজিববর্ষ এবং ২০২১ সাল উপলক্ষে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন। এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনের স্বেচ্ছাসেবীরা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক জেলায় ৩৩৩টি করে সারাদেশে মোট ২১ হাজার ফলদ ও ভেষজ গাছের চারা রোপন করবে। বৃক্ষরোপনের পাশাপাশি সংগঠনটি মানুষকে গাছের উপকারী দিক নিয়েও সচেতনতা তৈরি করবে।
সোমবার সকালে সংগঠনের সদস্যরা পঞ্চগড় জেলা সদরের মাগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে উন্নত জাতের আম গাছ রোপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আমলাহার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায়, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইরলাম শান্তি, নির্বাহী সদস্য আহসান হাবীবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি বলেন, মুজিববর্ষ এবং চলতি ২০২১ সাল উপলক্ষে ও মানুষকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে আমরা দেশব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। দেশের ৬৪ জেলাতেই আগামী সেপ্টম্বর মাসের মধ্যে আমরা ২১ হাজার ফলদ ও ভেষজ গাছের তারা রোপন করব। তিনি আরও জানান, বৃক্ষরোপনের পাশাপাশি আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা মানুষের মাঝে তুলে ধরবো এবং সবাইকে বেশি বেশি গাছ লাগাতে অনুরোধ করব

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |