ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে আজকের শিশুরা আগামীতে এ দেশকে আরো উচুতে নিয়ে যাবে …জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কেশবপুর (যশোর)  প্রতিনিধি : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, বাংলাদেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে, আজকের শিশুরা আগামীতে এ দেশকে আরো উচুতে নিয়ে যাবে।সেজন্য শিশুদেকে মানুষের মত মানুষ হতে হবে। বৃহস্পতিবার সকালে যশোরের কেশবপুর পাবলিক ময়দানে ৫ দিন ব্যাপি চতুর্থ কাব ক্যাম্পুরি ও নবম স্কাউটস সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, যশোর জেলা স্কাউটস কমিশনার আব্দুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন, যশোর জেলা স্কাউটস লিডার রজব আলী, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, জেলা কাব লিডার মহিদুল ইসলাম, কেশবপুর উপজেলা স্কাউটস কমিশনার মো. নূরুল ইসলাম খান, সম্পাদক দ্বীন ইসলাম, চৌগাছা উপজেলা স্কাউটস কমিশনার নূরুল ইসলাম, উড ব্যাজার শফিউর রহমান, কেশবপুর স্কাউটস কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবু, কেশবপুর স্কাউটস লিডার নজরুল ইসলাম, কাব লিডার রেজাউল করিম প্রমুখ। এবারের সমাবেশে ১৫০টি কাব দল ও ১০২টি স্কাউটস দল অংশ নিয়েছে। তিনটি ভেনুতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কেশবপুর পাবলিক মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার কফিল উদ্দিন সাব ক্যাম্প, কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার গোলাম মোস্তফা সাব ক্যাম্প ও কেশবপুর কলেজ মাঠের ভেন্যুর নামকরণ করা হয়েছে স্কাউটার ইকবাল হোসেন সাব ক্যাম্প। ১৫০টি কাব দল কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ ভেন্যু, কেশবপুর পাবলিক মাঠের ভেন্যুতে ৪৪টি ও কেশবপুর কলেজ ভেন্যুতে ৫৮টি স্কাউটস দল অংশ নিয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |