ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নয় বছর আগে গুমের শিকার ছেলেকে ঈদের আগে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম ও নিখোঁজ সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার পঞ্চগড় প্রেসক্লাবের সামনে পঞ্চগড়- চাকলা সড়কে মানববন্ধন করেছে পঞ্চগড় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক। মানববন্ধনে মানবাধিকারকর্মী, গনমাধ্যমকর্মী ও গুমের শিকার পরিবারের সদস্যরা অংশ নেয়। মানববন্ধনে মানবাধিকারকর্মী সফিকুল আলম সফিক,শহীদুল ইসলাম শহীদ, আব্দুল্লাহ আল মামুন রনিক, কামরুল ইসলাম কামু বক্তব্য দেন। এসময় মানববন্ধনে নয় বছর আগে ২৪ বছর বয়সে গুমের শিকার ছেলে ইমাম হাসান বাদলকে ঈদের আগে ফেরত চেয়ে চেয়েছেন বাবা রুহুল আমিন।
গুমের শিকার সন্তান বাদলের পিতা পঞ্চগড় জেলা শহরের রাজনগর মহল্লার ভ্যান চালক রুহুল আমিন বলেন, আমার ছেলে বাদল ঢাকার একটি শার্টার ও জানালার গ্রীল তৈরীর কারখানায় কাজ করত এবং তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বসবাস করত। ২০১২ সালের ৫ মার্চ ফার্মগেট এলাকার আনোয়ারা পার্ক থেকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে (র‌্যাব-২) তাকে অপহরণ করা হয়। সেই থেকে আমি জাতীয় মানবাধিকার কমিশন, র‌্যাবের সদর দপ্তর, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে বারবার গিয়েছি। কিন্তু আজ পর্যন্ত ছেলের কোন সন্ধান পাইনি। সে জীবিত আছে কি না তাও আমরা জানিনা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। শারীরিক নানা জটিলতা নিয়ে কোনমতে ভ্যান চালিয়ে পাওয়া সামান্য অর্থ দিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ছেলেকে ফেরতে পেতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন করলে কমিশন স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করতে বলেন। স্বরাস্ট্র মন্ত্রণালয় সেই তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেয়। র‌্যাব থেকে আমাকে রংপুর র‌্যাব ক্যাম্পে যেতে বললে একই বছরের ২৬ জুন আমি রংপুর যাই। সেখানে এক কর্মকর্তা আমাকে বলেন যে, আপনার ছেলেকে এক সপ্তাহের মধ্যে ফেরত পাবেন। কিন্তু আজ নয় বছরেও আমি আমার ছেলেকে ফেরত পাইনি। ২০১৩ সালে আমি বাদি হয়ে ছেলেকে ফেরত পেতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |