ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘরবাড়ি ভেঙ্গে জমি দখল কয়েকটি পরিবার অবরুদ্ধ

আবু তাহের আনসারী পঞ্চগড় : পঞ্চগড়ের তেতুলিয়ায় উপজেলায় দলিলমুলে ক্রয়কৃত জমি দখলের পাশাপাশি রাস্তা বন্ধ করে কাঠের স্ব-মিল এবং বেশ কয়েকটি বাড়িকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড এর বিরুদ্ধে। পঞ্চগড় সুগার মিলস লিমিটেড তেতুলিয়া উপজেলার তিরনই হাট বাজার সংলগ্ন রাস্তার পাশে ইক্ষু ক্রয় কেন্দ্রের পাশ দিয়ে প্রায় ৫০ বছর ধরে যাতায়তের রাস্তা ও জোরপূর্বক জমি দখল করে সিমেন্টের খুটি ও তারকাটা বেড়া দিয়ে ঘেরে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পরেছে ব্যবসাপ্রতিষ্ঠান কাঠের স্ব-মিলসহ কয়েকটি পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় তেতুঁলিয়া উপজেলা তিরনই হাট এলাকার রেকডিয় মালিক সাফারউদ্দিন ওই জমি ভোগদখল থাকা কালিন মৃতু: বরন করলে তার পুত্র বীরমুক্তিযোদ্ধা সমিরুল হক উক্ত জম্রি বৈধ মালিক হওনে গত ২৮/০৮/২০২০ তারিখে তিরনই হাট মৌজা এসএ-৩৮১ নং খতিয়ানের এসএ দাগ নং-৩৫১ দাগে ’৪৬ শতক জমি দলিলমুলে তার ছেলে কামাল হোসেন এর নামে রেজিষ্ট্রি প্রদান করেন। এদিকে কামাল হোসেন ক্রয়কৃত জমিতে ঘর তুলে দির্ঘদিন থাকা অবস্থায় হঠাৎ পঞ্চগড় সুগার মিলস লিমিটেড তিরনই হাট ইক্ষ ক্রয়কেন্দ্রের এসএ ২৭২ নং খতিয়ানের এসএ দাগ নং-৩৫০ দাগে পাশের এসএ ৩৮১ নং খতিয়ানের এসএ দাগ নং ৩৫১ জমিসহ শতাধিক সুগার মিলের লোকজন এনে জোরপূর্বক ক্রয়কৃত জমিতে থাকা ঘর ভেঙ্গে দিয়ে বাউন্ডারিতে খুটি ও তারকাটা দেয়ার সময় বাধা দিতে গেলে কামাল হোসেন ও বীরমুক্তিযোদ্ধা সমিরুল হককে মারপিঠ করে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই সাথে কাঠের স্ব-মিল বেশ কয়েকটি বাড়ির যাতায়তের রাস্তা অন্যায় ভাবে তারকাটা দিয়ে রাস্তা বন্ধ করাতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ রয়েছে। এবিষয়ে কামাল হোসেন জানায়, আমার মরহুম দাদা সাফার উদ্দীন গত ২১/০৯/১৯৭০ইং তারিখে ১১২৭০ নং দলিলমুলে এসএ ২৭২ খতিয়নের এসএ ৩৫০ দাগে ’৩৩ শতক,এসএ ৩৫৩ দাগে ’৪০ শতক এবং এসএ ৩৬০ দাগে ’৯১ শতক জমি। মোট ৩টি দাগে ১ একর ৬৪ শতক জমির মধ্যে পঞ্চগড় সুগার মিলসকে কবলা দলিলমুলে রেজিষ্ট্রি করে দেন তিন দাগে মোট ১ একর জমি। সুগার মিলের দলিলে এসএ ৩৮১ নং খতিয়ানের এসএ দাগ নং ৩৫১ দলিলে উল্লেখ্য নেই। সুগার মিল আমার জমি জোরপূর্বক অন্যায় ভাবে দখল করে ঘেরে রাখায় আমার ব্যবসা প্রতিষ্ঠান কাঠের স্ব-মিলসহ বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ রয়েছে। তিনি আরো জানায় পঞ্চগড় সুগার মিলস লি: তিরনইহাট ভুমি অফিস থেকে এসএ ৩৮১ খতিানের এসএ দাগ নং- ৩৫১ অবিক্রিত দাগে ১৪/০৩/১৯৮৫ তারিখে ৫০৯ নং একটি খারিজ করে জমি দাবী করে যাহা বানোয়াট ভিত্তিহীন। আমি খারিজ বাতিলের আবেদন করেছি ইউএও বরাবরে। সুগার মিল আমার ক্রয়কৃত জমিতে বাড়ী থাকা একটি টিনের চালা (ছাপড়া) ঘর ও ঘরে থাকা একটি কম্পিউটার ও প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পঞ্চগড় সুগার মিলস লিঃ এর কর্তৃপক্ষ তাদের ভাড়াটিয়া লোকজন ও পোশাক পরিহিত নিরাপত্তাকর্মী বাহিনী দ্বারা আমার পিতা বীর মুক্তিযোদ্ধা সামীরুল হককে কিল ঘুসি ও লাঠি দ্বারা আঘাত করে। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এহেন কাজের জন্য আমি সুষ্ঠ বিচার দাবি করছি। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান তিরনইহাট ইক্ষু ক্রয় কেন্দ্রের সন্নিকটে জমি সংক্রান্ত ঘরবাড়ি ভাঙ্গার বিষয়টি জানতে পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে এস আই ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠাই। অতিরিক্ত জনসমাবেশ হওয়ায় আমার এস আই মোঃ ইয়াকুব আলী বাধ্য হয়ে আমাকে বিষয়টি জানালে উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা নির্বাহী অফিসারকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌছাই। যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয় সেজন্য স্থানীয়ভাবে বসে সমাধানের জন্য উভয়কে পরামর্শ প্রদান করা হয়। এনিয়ে তিরনইহাট ইউনিয়ন ভুমি সহ-কারি কর্মকর্তা ইদ্রিস আলী জানান,তিরনইহাট এলাকার কামাল হোসেন ৩৮১ খতিয়ানের দাগ নং ৩৫১ সুগার মিলের নামে ৫০৯ নং খারিজ খতিয়ান হওয়ায় তা বাতিলের আবেদন করেন ইউএনও বরাবরে। ইউএরও অফিস এব্যপারে আমাকে একটি চিঠি দেন বিষয়টি তদন্ত করে দেখতে। আমি তদন্ত করে সেই ভাবে প্রতিবেদন ইউএনও বরাবরে দাখিল করেছি। এবিষয়ে পঞ্চগড় সুগার মিলস লিঃ এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী জানান তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় ইক্ষু ক্রয়কেন্দ্রের দলিলকৃত তিনটি দাগে মোট ১ একর জমি সুগার মিলের নামে রয়েছে। তবে কোন দাগে জমি আছে কাগজ পত্র না দেখলে বলতে পারব না। সুগার মিলের অনেক জায়গা জমিতে গোলমাল তাই সময়ের ব্যাপার।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |