ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জে ঐতিহ্যবাহী রশিটান খেলা বিপুল দর্শক সমাগমে উৎসবের আমেজ

পঞ্চগড় প্রতিনিধিঃ  “মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খেলা উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে উৎসবের আমেজ বিরাজ করে। এতে ৫ থেকে ৭ হাজার লোকের সমাগম ঘটে।

ঐতিহ্যবাহী এ রশিটান খেলার ফাইনাল খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৮নং দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম। স্থানীয়রা জানান, খেলা দেখতে আশেপাশের গ্রামগুলোর বাড়িতে সকাল থেকে আত্মীয়-স্বজন এসে অপেক্ষায় থাকেন। দুপুর থেকে সব বয়সী দর্শকরে গ্যন্তবস্থল হয়ে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠ। সাইকেল,রিক্সা-ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শকদের সমাগম ঘটে। দেবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববতী বোদা,আটোয়ারী ও ঠাকুরগাও জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক ঐতিহ্যবাহী রশিটান খেলা দেখতে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান। দর্শক সমাগমে যেন ওই মাঠে তিল ধারনের ঠাঁই ছিলনা। দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ “বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব” এ রশিটান খেলার আয়োজন করে। এবার ছিল প্রথম আয়োজন। রশিটান খেলায় ৮ টি দল অংশ নেয়। রেফারির বাঁশিতে যখন খেলা শুরু হয় তখন উপস্থিত দর্শকরা হাত তালি ও চিৎকার চেচামেচি করে উৎসাহ দিতে থাকেন। দর্শকদের হাততালির সঙ্গে খেলোয়াররা সমান তালে এগিয়ে যেতে থাকেন। খেলা শেষে রাতে প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের টেলিভিশন পুরস্কৃত করা হয়। রশিটান খেলা দেখা আসা পঞ্চগড় থেকে রিয়া ও রাগিব শাহারিয়ার রিফাত জানান, রশিটান দেখে খুব মজা পাইলমি। বিনোদনের ঐতিহ্যবাহি ও বিলুপ্ত প্রায় এ রশিটান খেলা নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন। একই কথা জানান, বোদা উপজেলা থেকে খেল দেখতে আসা তাহেরুল। কালীগঞ্জ “বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবের আহবায়ক মোতাহার হোসেন সাজু ও সভাপতি সুজন প্রমাণীক জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগীতার ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লি¬¬ষ্টদের পৃষ্ঠপোষকতা চেয়েছেন। দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জামেদুল ইসলাম বলেন, আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সে হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আমরা আরো ফিরে পেতে চাই। বাংলার যে ঐতিহ্য বাহী যেই খেলা গুলো রয়েছে সেই খেলা আমরা আবার ফিরে আনতে চাই। এই জন্য দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্ব ধরণের সহযোগিতা করা আশ্বার্স দেন তিনি।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |