ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের ফাহাদ ব্যারিষ্টার পড়তে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন

পঞ্চগড় প্রতিনিধি: বাবা মায়ের স্বপ্ন ছিলো ছেলেকে ব্যারিষ্টার বানাবে। সে স্বপ্ন পূরন করার জন্য ছেলে ফাহাদকে পাঠান বৃটেন। ব্যারিষ্টার হবার স্বপ্ন নিয়ে ব্রিটেনে পড়তে গিয়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন বার এট ‘ল’ পড়ুয়া বাংলাদেশী ছাত্র ফাহাদ হোসেন প্রামাণিক (২৭)। হত্যাকান্ডের শিকারের একমাস পর সোমবার রাতে ফাহাদের লাশ তার বাড়ি পঞ্চগড়ে পৌঁছেছে। ফাহাদের বাড়ি পঞ্চগড়ের পৌর শহরের পূর্ব জালাসী এলাকায়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল প্রামাণিকের একমাত্র ছেলে। ফাহাদ ব্রিটেনের ব্রিস্টলে আইন বিষয়ে পড়তেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর ব্রিটেনের ব্রিস্টল শহরেই সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। পরে ব্রিস্টল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তসহ অন্যান্য জটিলতা শেষ করে দীর্ঘ একমাস পর রোববার (১০ অক্টোবর) ফাহাদের পরিবারের কাছে লাশ পাঠান। গত শুক্রবার (৮ অক্টোবর) বাদ মাগরিব তার প্রথম জানাজা সম্পন্ন হয় ব্রিকলেনের একটি মসজিদে। ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত বাংলাদেশি নিউজ পোর্টাল রানারমিডিয়া ২৪ ডটকম লিখেছে, ফাহাদকে কেন হত্যা করা হলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লোনাট ভ্যালেন্টাইন (২১) ও জ্যাকব (৪৫) নামের দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছরের মার্চ মাসের ২২ তারিখে ফাইনাল ট্রায়ালে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে, ফাহাদের মৃত্যুতে গত একমাস ধরেই শোকের ছায়া প্রামাণিক পরিবারে। লাশ বাড়িতে আসার পর স্বজনদের আহাজারি বেড়েছে কয়েকগুণ। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা নাজমুল প্রামাণিক। জানা গেছে, ফাহাদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২০০৯ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে ঢাকার ভূঁইয়া একাডেমীতে ভর্তি হন। সর্বশেষ ব্যারিষ্টার হবার বিশাল স্বপ্ন নিয়ে পাড়ি জমান ব্রিটেনে। কিন্তু স্বপ্ন পূরণের আগেই ফিরে এলেন লাশ হয়ে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |