ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় কর্মচারীর বিরুদ্ধে হাসপাতালের মালামাল বিক্রির অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি : জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক সোহেল পারভেজের বিরুদ্ধে পুরাতন মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বিরুদ্ধে কৈফিয়ত তলব করে এক দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু ঘটনার ৬ দিনেও জবাব দাখিল করেননি। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সময় ক্ষেপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগে জানা গেছে, গত ২৯ নভেম্বর হাসপাতালের জুনিয়র মেকানিক সোহেল পারভেজ একটি ভ্যানে করে হাসপাতালের ১০/১৫টি লোহার জানালা ও গ্রীল (প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২০ মণ লোহার জানালা ও গ্রীল) বিক্রির চেষ্টা করেন। হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যানটি আটক করেন। স্থানীয়দের হাতে আটকের পর সোহেল গ্রীল ও লোহার জানালা নিয়ে যাওয়ার বিষয়ে জানান, ঠিকাদারের কথায় নিয়ে যাচ্ছি। বিষয়টি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানেন।
এরপর বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৩০ নভেম্বর সোহেল পারভেজকে কৈফিয়ত তলব করে ১ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন।
হাসাপতালের মেকানিক সোহেল পারভেজ ইতিপূর্বেও হাসপাতালের অব্যবহৃত মালামাল ও সিলিং ফ্যান বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে ২৪ ঘন্টায় স্টানবাইকর্মস্থলে থাকার কথা থাকলেও সকালে এসে দুপুরে হাসপতাল ত্যাগ করেন বলে জানা যায়। নিয়মিত অফিসে আসেন না এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তার গাড়ীতেই বাড়ী থেকে সোহেল যাতায়াত করেন নিয়মিত। তারই সুযোগ নিয়ে কর্মকর্তার দোহাই দিয়ে বিভিন্ন অনিয়মে নিজেকে জড়িয়েছেন সোহেল।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস আই এম রাজিউল করিম জানান,তাকে শোকজ করে জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সে এখন পর্যন্ত জবাব দাখিল করেননি। জবাবের জন্য তাকে পুনঃ চিঠি দেয়া হবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |