ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় ভোর রাতে চোরাকারবারীর বাড়িতে পুলিশের অভিযান ভারতীয় গরু উদ্ধার

বোদা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী গ্রামের চোরাকারবারীর বাড়ি থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) ভোররাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা গ্রামে চোরাকারবারী ডালিম (৩৬) এবং তার ছোট ভাই মামুন (৩২) এর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচটি গরু উদ্ধার করে। গরুগুলোর আনুমানিক মুল্য প্রায় চার লাখ টাকা। বর্তমানে বোদা থানা পুলিশের হেফাজতে রয়েছে ভারতীয় পাঁচটি গরু।

পুলিশ জানায় বড়শশী ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী মামুন ও ডালিম সহোদর ভাই । ওই এলাকায় বেশকিছুদিন ধরে গরু চোরাকারবারীর সাথে জড়িত তারা। রোববার দিবাগত গভীর রাতে খবর পাওয়া যায় অবৈধভাবে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে এসেছে। খবর পেয়ে পুলিশ সোমবার ভোররাতে মামুন ও ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ছোট ভাই মামুনের বাড়িতে তিনটি বড় আকৃতির এবং বড় ভাই ডালিমের বাড়িতে দুইটি মাঝারি ভারতীয় গরু পাওয়া যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায় । পরে পুলিশ তাদের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোদা থানার ওসি আবু সাইদ চৌধূরী জানায় ভারতীয় গরু কিভাবে বাংলাদেশে আসে? কারা এই চক্রের সাথে জড়িত । এইসব বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মামুন ও ডালিম সহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরে গরুগুলো নিলামে বিক্রয়ের কথা রয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |