ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে বরাদ্দ দেয়া ঘর পরিদর্শন ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয়া বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহাড়ি আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘর পরিদর্শন করা হয়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বরাদ্দকৃত নতুন ঘর পরিদর্শন শেষে উপহারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রি বিতরন করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজারউদ্দিন, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশ্রয়নের ঘর পরিদর্শন করে পানি বিদ্যুৎ সহ সরকারের দেওয়া সকল সুবিধাদি নিয়মঅনুযায়ী পাচ্ছে কি না, এসব বিষয়ে সরাসরি আশ্রয়ণের বাসিন্দাদের সাথে কথা বলেন। ভবিষ্যৎ এ কোন সমস্যায় পড়লে সরাসরি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার কথাও জানান জেলা প্রশাসক।
আটোয়ারী উপজেলা নির্বাহি অফিসার জানায় লকডাউনে আশ্রয়ন প্রকল্পের কোন বাসিন্দা যাতে না খেয়ে থাকে এজন্যই আমরা তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘুরে ঘুরে অভুক্তদের খুঁজে বের করে আমরা তাদের সহায়তা করছি। প্রধানমন্ত্রীর দেওয়া এসব ঘরে যাতে কোন সমস্যা না হয় সার্বক্ষনিক উপজেলা প্রশাসন তদারকি করছে। আগামিতেও যদি আশ্রয়নের বাসীন্দার খাদ্য সংকটে পড়লে তাদেরকে উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা দেওয়া হবে।
পরে অতিথিবৃন্দ আটোয়ারী উপজেলার ১৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্য সামগ্রীর চাল, ডাল, তেল, আলু, শুকনা খাবারের প্যাকেজ বিতরণ করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |