ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কৃষক লীগের কর্মী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ বঙ্গবন্ধু কৃষক লীগ গঠন করেছিলেন কৃষকের পাশে কৃষকের সেবা করার জন্য

পঞ্চগড় প্রতিনিধি: বঙ্গবন্ধু যে উদ্যোশে কৃষক লীগ গঠন করেছিলেন কৃষকের পাশে থেকে কৃষকের সেবা করার জন্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ। কোভিড-১৯ সংক্রমনের কারণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই স্বাস্থ্য সেবা কর্মসূচীটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা মুজিব শতবর্ষে পিতা মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য শীতার্ত কৃষকের মাঝে প্রতি জেলায় এবং উপজেলায় শীতবস্ত্র বিতরণের কর্মসূচী নিয়েছি। যে জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষক লীগ গঠন করেছিলেন কৃষকের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় আমরা গত ১০ তারিখে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচী পালন করে গত ১৩ তারিখ থেকে আমি উত্তরবঙ্গ সফরে এসেছি নীলফামারী দিয়ে শুরু করে আস্তে আস্তে পঞ্চগড় দিয়ে শেষ করছি। একইভাবে প্রতিটি জেলায় উপজেলায় কৃষক লীগের ব্যানার আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী বিতরণ চলছে।
তিনি রবিবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে পঞ্চগড়ে বাংলাদেশ কৃষক লীগ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,গত বছর জাতির পিতা শেখ মুজিবর রহমানের শততম জন্মবাষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ সারা দেশে প্রতিটি জেলার অধিকাংশ উপজেলায় আমরা কৃষকের স্বাস্থ্যসেবা দিয়েছিলাম।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজুর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি,সহÑসভাপতি আব্দুল লতিফ তারিন,যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^নাথ সরকার বিটু,কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন,পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
পরে শীতার্ত কৃষকেরদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |