ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

পঞ্চগড় প্রতিনিধি : সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র কওে ধর্ষণ ও সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে বেধে রেখে গৃহবধুকে গণধর্ষণ সহ সারাদেশে বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড় শেরে-বাংলা চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা গোল চত্তরে এসে শেষ হয়।
এদিকে সমাবেশ বক্তব্যে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণকারীদের ইসলামের নীতিমালা অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকর ও ফাঁসির দাবী জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখা সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র জেলা শাখা সভাপতি লিয়াকত আলী, ইসলামী শাসনতন্ত্র যুব আন্দোলনের সাংগঠিক সম্পাদক হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

You must be Logged in to post comment.

বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |