ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নতুন পাকা বাড়ি পেলো ১ হাজার ৫৭ টি পরিবার

পঞ্চগড়: মুজিবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের ৫ উপজেলায় নতুন পাকা বাড়ি পেলো ১ হাজার ৫৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে এক যোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজি আল তারিখ, পৌর মেয়র জাকিয়া খাতুন,সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপকার ভোগীরা । পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়নে ১ হাজার ৫৭ টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরী করা হয়েছে পাকা বাড়ি। ঘর প্রতি বরাদ্ধ দেয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে। এজন্য ১৮ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চগড সদর উপজেলায় ২’শ ৮টি, দেবীগঞ্জ উপজেলায় ৫’শ ৮২টি, বোদা উপজেলায় ৫৫টি, তেঁতুলিয়া উপজেলায় ১’শ ৪২টি ও আটোয়ারী উপজেলায় ৭০টি ঘর বরাদ্দ দেয়া হয়। যাদের জমিও নেই বাড়িও নেই এমন’ পরিবারের মাঝে সরকারি খাস জমিতে তৈরী করে দেয়া হয়েছে পাকা বাড়ি। সংযুক্ত শৌচাগারসহ দুইটি কক্ষ বিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। সুপেয় পানির জন্য থাকছে টিউবওয়েল। যা একটি ছোট পরিবারের থাকার জন্য যথেষ্ট। প্রতিটি পাকা বাড়ি নির্মাণে বরাদ্দ করা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের উপরকারভোগী মাসুদ রানা ও অমরখানা ইউনিয়নের সুধাংশুসহ সকল উপকারভোগীরা নতুন ঘরসহ বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |