ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পৌছালো দুই হাজার ৪০০ ভায়াল করোনা ভ্যাকসিন।।

পঞ্চগড় প্রতিনিধি: বৈশ্বিক মহামারি কভিড ১৯ মোকাবিলায় পঞ্চগড়ে দুই হাজার ৪০০ ভায়াল করোনা ভ্যাকসিন পৌছানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি ফ্রিজাপ কাভারভ্যানে এসব ভ্যাকসিন পঞ্চগড়ে পৌছানো হয় এবং সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান তার কার্যালয়ে এসব ভ্যাকসিন গ্রহন করেন। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার মো. রায়হান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার এস,এম সফিকুল ইসলামসহ ৫ সদসের কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিক পর্যায়ে জেলার জন্য দুই হাজার চারশ টি ভায়াল ভ্যাকসিন পৌছানো হয়েছে। দুইটি কার্টুনে রক্ষিত ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এসব ভ্যাকসিনের প্রতিটি ভায়াল থেকে নয়জনকে দেওয়া হবে। সে হিসেবে জেলার ২১ হাজার ছয়শ জনকে প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন প্রদান করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি এক যোগে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলাসহ জেলা স্বাস্থ্য বিভাগে ভ্যাকসিন প্রদান শুরু করা হবে। এর আগেই উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পাঠানো হবে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের জন্য প্রাথমিকভাবে বরাদ্দকৃত দুই হাজার ৪০০ ভায়াল ভ্যাকসিন পাওয়া গেছে। প্রতি ভায়ালে ৯ জন করে দুই হাজার ৪০০ ভায়ালে ২১ হাজার ৬০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট ১৮টি ক্যাটাগরির মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা এই টিকা পাবেন। এজন্য প্রত্যেককে অনলাইনে নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে নিজের উদ্যোগে রেজিষ্ট্রেশন করতে হবে। ১৮ ক্যাটাগরির বাইরে ৫৫ বছরের উর্ধে নাগরিকরা করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং তারাও প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন। শিগগির সকলেই এই ভ্যাকসিন পাবেন বলে আশা প্রকাশ করেন সিভিল সার্জন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |