ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাব থেকে ১১টি ল্যাপটপ চুরি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে থেকে রহস্যজনকভাবে ইন্টারনেট সংযোগের একটি রাউটার সহ ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট বাজার সংলগ্ন এলাকার ওই বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ল্যাপটপ গুলোর আনুমানিক বাজার মূল্যে প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, শুক্রবার গভীর রাতে ল্যাবের দরজার তালা না ভেঙে দরজার হ্যাজবলের হাতলটি বৈদ্যুতিক শক্তি বা গ্যাস ঝালাই ব্যবহার করে ল্যাব কক্ষে প্রবেশ করে। এসময় তারা একটি রাউটার সহ ১১টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নৈশপ্রহরী থাকলেও দায়িত্বে অবহেলার কারণেই এমনটা হয়েছে। তারা বলছেন, অধিকাংশ সময়ই রাত হলে নৈশপ্রহরী বিদ্যালয়ে থাকেননা।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘নৈশপ্রহরী থাকেনা এ কথা সঠিক নয়। কারণ এর আগেতো এমন কিছু ঘটেনি।
নৈশ প্রহরী সাইফুল ইসলাম বলেন, রাত ১২ টা পর্যন্ত আমি পাহাড়ায় ছিলাম। এরপর ঘুমাতে যাই। হয়তো আমি ঘুমিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়েছে চোর চক্র। আমি সকালে বিদ্যালয়ের বাতি বন্ধ করতে গিয়ে ল্যাবের দরজা খোলা দেখি এবং ভিতরে গিয়ে দেখি ল্যাবে একটি ল্যাপটপও নেই। পরে আমি শিক্ষকদের বিষয়টি অবগত করি।’
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, ‘ওই বিদ্যালয়ের ১১টি ল্যাপটপ চুরি হয়েছে এমন খবর পেয়েছি। প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী এর দায় এড়াতে পারেননা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |