ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে প্রতিবেশীর মারধরে আহত গৃহবধু সালমা বানু মারা গেছেন

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবেশীর মারধর ও নির্যাতনে গুরত্বর আহত সালমা বানু (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার(২৯অক্টোবর)উপজেলার বেলাইচন্ডি চাকলা বাজার গ্রামের বাড়িতে রাত ১ টার দিকে মারা যান তিনি । লাশ ময়না তদেেন্তর জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সালমা বানু চাকলা বাজার গ্রামের আনছার সদস্য আব্দুস সামাদ এর মেয়ে।

জানা গেছে, গত ৪ আগষ্ট পার্বতীপুর উপজেলার সোনাপুকুর চাকলা বাজার গ্রামের আব্দুস সামাদ ও তার পরিবারের লোকজনের উপর বিমাতা ভাই সাইদার রহমান ও প্রতিবেশীর মারধর নির্যাতনের ঘটনায় গৃহবধু সালমা বানু গুরুতর জখম ও আহত হন। পাশ^বর্তী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’ দফা চিকিৎসা নেয় সালমা। পরে শারিরিক অবস্থার অরনতি দেখা দিলে হাসপাতালে নেয়ার প্রস্ততি নেয় পরিবারের লোকজন। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সে মারা যায় । সালমা বানু স্বামী ফয়জার রহমান ও তার ৫ সস্তান নিয়ে বাবার বাড়ি চাকলা বাজারে বসবাস করতো। নিহতের পিতা বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন । পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান , লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে , পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |