ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৃতির অপরুপ সোভায় সৌন্দয্যের জৌলুস ছড়াচ্ছে পার্বতীপুরের ভেড়ভেড়ি পুকুর

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: এক সময় স›ধ্যা হলেই যেখানে ভয় আতংক লেগেই থাকত মানুষের মনে।এখন সেখানে আর ভয়ের লেশ নেই কোন আতংক নেই পার্বতীপুরের সেই বেড়ভেড়ি পুকুরর পাশ দিয়ে রাস্তা চলাচলে। পুকুরটির চারপাশ দিয়ে ঝোঁপ ঝাঁড় অন্ধকার থাকায় চোর- চোরঠা সাপ পোকা মাকড়ের ভয়ে সন্ধ্যা হলেই রাস্তাটির পাশ দিয়ে চলাফেরা ছিল খুবই কম। এখন পুকুরটিকে সংস্কার করে মৎস্য চাষের খামার ও পাশের ঝোপঝাড় কেটে আম কাঠাল সহ লাগানে হয়েছে বিভিন্ন প্রজাতির কাঠের গাছ। পুকুরের পশ্চিম পাশে রযেছে দুটি প্রবেশ গেট। গেটের পাশে নামাজ ঘর ও উত্তর পাশে রয়েছে কবরস্থান। পুকুরটির চারপাশ ইটের ঘেরা ও উঠানামার স্থানে নির্মান করা হয়েছে সৈখিন শিড়ি। সেখানে পাখির কোলাহল ছায়া ঢাকা মনোমুগ্ধকর পরিবেশ যেন প্রকৃতির অপার সৈন্দয্যের বিরাণ ভুমি এখন ভেড়ভেড়ি পুকুর। এটির চারিদিকে রয়েছে তারের ঘেরা। পুকুরের পাশ দিয়ে শহর প্রবেশের প্রধান রাস্তাটি এখন আর কাচা কাদা মাটি নেই। পাকাকরন করা হয়েছে ৯ কিলোমিটার সড়কপথ। সেই ঘুতঘুতে অন্ধকার কাটিয়ে আলো ছড়াতে পুকুরের রাস্তায় বসানো হয়েছে সোলার স্টিক লাইট।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের দরিখামার গ্্রামের পাশে শহর প্রবেশের প্রধান সড়কের পাশেই অবস্থিত অপার সৌন্দয্যের বিরাণভুমি প্রায় এক একক জায়গা জুড়ে এই বেড়ভেড়ি পুকুর। পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক তার নিজ উদ্বেগে পুকুরটির সংস্কার কাজ শুরু করে উন্নয়ন ও আধুনিকায়নে রুপ দেন। তিনি বলেন সাধারন মানুষের নিরাপত্তা শংকা কাটিয়ে নির্বিঘ্নে চলাচলের সুবিধা পেতে জরাজির্ন এই ভেড়ভেড়ি পুকুরের সংস্কার কাজ শুরু করি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |