ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম দিনেই ২৩৩ রানে থামলো বাংলাদেশ

প্রথম দুই সেশনে ছয় উইকেট হারিয়ে দুই শ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামের ব্যাটে স্কোর যখন অবলিলায় দুই শ পেরিয়ে গেল, তখন মনে হচ্ছিল আড়াই শ’ও বুঝি পেরুতে পারবে মুমিনুল হকরা। তা আর হলো না, রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ২৩৩ রানে।

সপ্তম উইকেটে মিঠুন-তাইজুলের ৫৩ রানের জুটিটি ভাঙলে তারপর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এই জুটি ভাঙে দলীয় ২১৪ রানের মাথায়, অর্থাৎ মাত্র ১৯ রানে শেষ তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেছেন মোহাম্মদ মিঠুন। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৪৪, লিটন দাস করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

বাংলাদেশ অলআউট হয় ৮২.৫ ওভারের মাথায়। এরপর আর প্রথমদিনের খেলা না চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।  ফলে আগামীকাল শনিবার পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নামবে।

রাওলপিন্ডিতে টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানে ছয় উইকেট হারিয়ে দুই শ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম সেই শঙ্কা সত্য হতে দেননি। সপ্তম উইকেটে ৫৩ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশের স্কোর দুই শ পার করেছেন তারা।

অবশ্য এই জুটি বেশি দূর এগোয়নি। ইয়াছির শাহকে হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ২৪ রানে আউট হয়েছেন তাইজুল। তবে মোহাম্মদ মিঠুন এক প্রান্তে ছিলেন অবিচল। ১৩৪ বল খেলে ৬ চার ১ ছয়ে ৫৯ রান করে অপরাজিত আছেন মিঠুন। ৮১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২২৯। মিঠুনের সঙ্গে পেসার আবু জাহেদ রাহি শূন্য রানে অপরাজিত। তার আগে রুবেল হোসেন ব্যক্তিগত ১ রানে আউট হন।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |