ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম দিনেই ২৩৩ রানে থামলো বাংলাদেশ

প্রথম দুই সেশনে ছয় উইকেট হারিয়ে দুই শ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামের ব্যাটে স্কোর যখন অবলিলায় দুই শ পেরিয়ে গেল, তখন মনে হচ্ছিল আড়াই শ’ও বুঝি পেরুতে পারবে মুমিনুল হকরা। তা আর হলো না, রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ২৩৩ রানে।

সপ্তম উইকেটে মিঠুন-তাইজুলের ৫৩ রানের জুটিটি ভাঙলে তারপর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এই জুটি ভাঙে দলীয় ২১৪ রানের মাথায়, অর্থাৎ মাত্র ১৯ রানে শেষ তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেছেন মোহাম্মদ মিঠুন। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৪৪, লিটন দাস করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

বাংলাদেশ অলআউট হয় ৮২.৫ ওভারের মাথায়। এরপর আর প্রথমদিনের খেলা না চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।  ফলে আগামীকাল শনিবার পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নামবে।

রাওলপিন্ডিতে টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানে ছয় উইকেট হারিয়ে দুই শ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম সেই শঙ্কা সত্য হতে দেননি। সপ্তম উইকেটে ৫৩ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশের স্কোর দুই শ পার করেছেন তারা।

অবশ্য এই জুটি বেশি দূর এগোয়নি। ইয়াছির শাহকে হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ২৪ রানে আউট হয়েছেন তাইজুল। তবে মোহাম্মদ মিঠুন এক প্রান্তে ছিলেন অবিচল। ১৩৪ বল খেলে ৬ চার ১ ছয়ে ৫৯ রান করে অপরাজিত আছেন মিঠুন। ৮১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২২৯। মিঠুনের সঙ্গে পেসার আবু জাহেদ রাহি শূন্য রানে অপরাজিত। তার আগে রুবেল হোসেন ব্যক্তিগত ১ রানে আউট হন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |