ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক প্রায় সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস

মেহেদী হাসান (উজ্জল) ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ কোটি ২৯ লক্ষ্য ৪৯ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৯ বিজিবি। ফুলবাড়[ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল রবিবার সকাল ১১টায় স্থানীয় প্রশাষন, জন প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ২২ হাজার ৪ শত ৫৪ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রোলারের মাধ্যমে গুড়িয়ে দিয়ে ধংস করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম রেজাউর রহমান (পিএসসি) এর সভাপতিত্বে মাদকদ্রব্য ধংস অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো:আনিসুর রহমান (পিএসসি)।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী (সার্কেল) রফিকুল ইসলাম, দিনাজপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এএসএম রবিউল হাসান, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর (পরিদর্শক) গোলাম রাব্বানী, ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নন খান, ২০বিজিবির অধিনায়ক লে:কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক(এসি), ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব প্রমুখ।বিজিবি সুত্রে জানা গেছে, ফুলবাড়ী ২৯ বিজিবির সদস্যরা তাদের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত এলাকায় জীবনের ঝুকি নিয়ে অত্যন্ত প্রতিকুল প্ররিবেশে অভিযান চালিয়ে গত ১ এপ্রিল ২০১৬ থেকে ১৭সালের ৩১ডিসেম্বর পর্যন্ত দেড় বছরে মাদক জব্দ করেছে। বাইস হাজার ৪ শত ৫৪ বোতল ফেনসিডিল, আটশত ৪২ বোতল বিদেশি মদ, ছয়শত ৬০ লিটার দেশি মদ, উনিশ হাজার ১শত ৭৮পিছ নেশা জাতীয় ইঞ্জেকশন, ৮৫টি বিয়ার ক্যান, আঠারো হাজার ২শত ৩০ কেজি গাঁজা, ৮৫ কেজি মদ তৈরির বড়ি, এক লক্ষ্য আঠারো হাজার ৪শত ৩১পিছ বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট, ৩৯পিছ ইয়াবা ট্যাবলেট, উনিশ হাজার ৮ শত ৫৩ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ, একশত ৬৪ প্যাকেট বিদেশী মদ জুস আটক করে ধংস করা হয়। বাজার মূল্য অনুযায়ী ধংসকৃত মাদকের মোট মূল্য
নির্ধারণ করা হয়েছে তিন কোটি ২৯ লক্ষ্য ৪৯ হাজার টাকা ।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |