ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোরিডায় স্কুলে সাবেক ছাত্রের গুলি বর্ষণে নিহত ১৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি হাইস্কুলে বুধবার সাবেক এক শিক্ষার্থীর বন্দুক হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ভয়ঙ্কর এ গুলি বর্ষণের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন কক্ষে লুকানোর চেষ্টা করে।খবর বার্তা সংস্থা এএফপি’র।ব্রডওয়ে কাউন্টি শেরিফ ইসরায়েল জানান, বেপরোয়াভাবে গুলি চালানো ওই তরুণকে পুলিশ সনাক্ত করেছে। তার নাম নিকোলাস ক্রুজ। এর আগে মিয়ামি থেকে ৭২ কিলোমিটার দূরে পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের ১৯ বছর বয়সী সাবেক এ শিক্ষার্থীকে স্কুলের নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।শেরিফ জানান, ভালবাসা দিবসের ওই হামলার পর পার্শ্ববর্তী কোরাল স্প্রিংস শহর থেকে ক্রুজকে গ্রেফতার করা হয়। এ সময় সে সামান্য আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।এই ভয়াবহ ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না বলে তিনি মন্তব্য করেন।টেলিভিশনে সরাসরি প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুরা চিৎকার করতে করতে স্কুল ভবন থেকে বেরিয়ে আসছে। কয়েকজন পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।ব্রডওয়ে কান্ট্রি স্কুলস সুপারিনটেনডেন্ট রবার্ট রুনসি এই পরিস্থিতিকে ভীতিকর হিসেবে অভিহিত করেন।খবরে বলা হয়, স্কুল ভবনের ভিতরে ১২ জনের লাশ পাওয়া যায়। দু’জনের লাশ পাওয়া যায় বাইরে। কজনের লাশ পাওয়া গেছে রাস্তায়। দু’জন হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্করাও রয়েছে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |