ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে আন্তঃজেলা চোরের ৫সদস্য গ্রেফতার ॥ চুরি যাওয়া মালামাল উদ্ধার

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চুরি যাওয়া মালামালসহ আন্তঃজেলা সংঘবদ্ধ চোরের ৫ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় চুরি যাওয়া ৩টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি গ্যাস সিলিন্ডারসহ চুলা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
গত ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় শেরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: মোঃ জীবন হোসেন(২৯), মোসাদ্দেক হোসেন মক্কা(৩৫), বাবু মদন চন্দ্র মোহন্ত(৩০), সাখাওয়াত হোসেন শিমুল(৪০) ও রাজু সরকার(৩০)।
জানা যায়, আন্তঃজেলা সংঘবদ্ধ চোরেরা শেরপুর পৌর শহরের খন্দকার পাড়া এলাকা থেকে গত ২৫ নভেম্বর দিবাগত রাতে অ্যাডভান্স পাবলিক স্কুল এন্ড কলেজের অফিস কক্ষ রাখা ১টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, শান্তি নগর এলাকার সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস থেকে ল্যাপটপ ও খেজুর তলা এলাকার একটি বিরানী হাউজ থেকে রান্নার সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। এসব এলাকায় চুরির ঘটনায় শেরপুর থানার কয়েকটি পৃথক অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজিউর রহমানের নির্দেশনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্স কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত চোরদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোরদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হেফাজতে থাকা এবং চুরি যাওয়া ৩টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি গ্যাস সিলিন্ডারসহ চুলা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় অ্যাডভান্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, শেরপুর শহরের কয়েকটি চুরি সংঘটিত হয়। পুলিশ অভিযান চালিয়ে চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |