ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে প্রায় ৩’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাদশা আলম: শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী সাহেব আলী(৩৬) ও আজিজুল হক(২৪)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ এর সদস্যরা।
৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে শেরপুর উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ (দশমাইল) এলাকা থেকে মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার সাহেব আলী নন্দীগ্রাম উপজেলার কালাইচাপড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও আজিজুল হক একই উপজেলার বিশা(পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বস্ত্র বিতানের সামনে ৩ নভেম্বর মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে মাদক ব্যবসায়ী সাহেব আলী ও আজিজুল হক একটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব-১২ এর সদস্যরা ঘটনাস্থলে পৌছি ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করে। পরে ওইদিন রাতেই গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে থানাসুত্রে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা গ্রহন করে জেল হাজতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |