ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্নীল আয়োজনে উদ্ভোধন করা হল স্বর্ন উপজেলা পার্বতীপুর

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: সোনার আলোয় গড়ব মোরা সোনার বাংলাদেশ স্লোগানে- দিনাজপুরের পার্বতীপুরে বর্নীল আয়োজনে উদ্ভোধন হয়ে গেল সমাজ সচেতনতায় কিশোরীদের সংগঠন স্বর্ন উপজেলা কার্যক্রমের। রোববার (৭ ফেব্রুয়ারী ) দুপুর ২ টায় পৌর শহরের জ্ঞানানস্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কার্য্যক্রমের উদ্ভোধন করেন স্বর্ন কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী প্রধান মিডিয়া তারকা ফারজানা ব্রাউনিয়া। বাল্য বিয়ে পুষ্টি, সুরক্ষা সহ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। তিনটি পর্বে সাজানো হয়েছিল কার্যক্রমটি ।সুচনা লগ্নে সুভেচ্ছা বিনিময় আর কথামালার ফুলঝুরি নিয়ে আসেন সংগঠনটির কর্নধার ও মিডিয়া তারকা ফারজানা ব্রাউনিয়া। পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ন কিশোরী সানজিদা ইয়াসমীন খুশী ও শায়লা আক্তার রুশি পার্বতীপুরে প্রথম সাংগনিক কার্য্যক্রম শুরু করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে ১৭ জন কিশোর- কিশোরী বের করে সচেতনাতামুলক কার্যক্রম চালিয়ে যান তারা। এরি ধারাবাহিকতায় সংগঠনটিতে কাজের স্বিকৃতি স্বরুপ এই ১৭ জন স্বর্ন কিশোরীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
রাজিব সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। ইউ এন ও নাশিদ কায়সার রিয়াদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যা রুকসানা বারী রুকু প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |