ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষবরণ উদযাপনে ফেনীতে টুয়েলভ

বৈশাখ মানেই নতুনের জয়ধ্বনি। বৈশাখ মানেই পুরনো গ্লানি-ব্যর্থতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়া। বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনকে আরও রঙিন করে তুলতে শুক্রবার বিকালে ফেনী এসএসকে সড়কে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস টুয়েলভ। উদ্বোধন উপলক্ষে শুক্রবার থেকে টুয়েলভ কর্তৃপক্ষ তিন দিনের বিশেষ ছাড়ের ঘোষনা দিয়েছে। গ্রাহকদের জন্য নিয়ে এসেছে শপিং টুয়েলভ’ বৈশাখী মেলা ১৪২৬। শুক্রবার বিকালে জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান ফেনীর ‘টুয়েলভ’ শপিং সেন্টারের শুভ উদ্ধোদন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপরজেলার নির্বাহী অফিসার মোঃমামুন, টুয়েলভ-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উর্ধ্বতন কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ। উদ্ধোধনী উৎসবে টুয়েলভ’ সকল পণ্যে উপর ৩ দিনের ২০ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি দিচ্ছে শেক অ্যান্ড উইন, পেমেন্ট ক্যাশব্যাকসহ আরও অনেক উপহার। গ্রাহকদের জন্য থাকছে অবিশ্বাস্য সব অফার ও চমকের পাশাপাশি বৈশাখী শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাকসহ চোখ ধাঁধানো সব কালেকশন। নারীদের জন্য রয়েছে চমৎকার রঙ-নকশায় রাঙানো পহেলা বৈশাখের শাড়ি, থ্রি-পিস, সহ বিভিন্ন বৈশাখী ড্রেস। পুরুষদের জন্য নববর্ষের রঙে রঙিন পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শার্ট, প্রভৃতি বাহারি সামগ্রীর পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে ছোটদের জামা-ড্রেসের সমৃদ্ধ বৈশাখী কালেকশন।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |